Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING NEWS ঃ ইটামগরা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ৬ মাসের ছুটিতে পাঠালো তৃণমূল

আম্ফানে ক্ষতিপূরণ ও বাংলা আবাস যোজনা বেনিফিসারি দের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠায় মহিষাদল ইটমগরা  2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা কাঁপকে ছ'মাসের ছুটি যাওয়ার নির্দেশ দিল তৃণমূলের জেলা নেতৃত্ব। অভিযোগ ঐ প্রধান ক্ষ…





আম্ফানে ক্ষতিপূরণ ও বাংলা আবাস যোজনা বেনিফিসারি দের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠায় মহিষাদল ইটমগরা  2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা কাঁপকে ছ'মাসের ছুটি যাওয়ার নির্দেশ দিল তৃণমূলের জেলা নেতৃত্ব। অভিযোগ ঐ প্রধান ক্ষতিপূরণ বা আবাস যোজনা বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়েছে বিভিন্ন বেনিফিশিয়ারি কাছ থেকে।  এই মর্মে বেনি ফিসারিরা পঞ্চায়েতের উপপ্রধান ও বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন।
 অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে।পঞ্চায়েতের কাজে পূর্ব মেদিনীপুর মডেল গ্রাম পঞ্চায়েতের প্রধানের এই কীর্তি  প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
এ ব্যাপারে প্রধান কে ছুটি দিতে কড়া বার্তা দিয়েছে তৃণমূল।
 প্রসঙ্গত, দিন কয়েক আগেই আম্ফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে স্বজনপোষণের অভিযোগ ওঠায় মহিষাদলের বেতকুন্ডু, গড় কমলপুর এবং লক্ষ্যা ১ গ্রাম পঞ্চায়েতের তিন মহিলা প্রধান কে শোকজ করে তৃণমূল।
গ্রামিন বর্জ্য ব্যবস্থাপনার সহ পঞ্চায়েতের বিভিন্ন ধরনের কাজে দীর্ঘদিন ধরে জেলার মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিচিত ইটামগরা 2
লক ডাউনের সময় এই পঞ্চায়েত খাদ্যসামগ্রী গরিব মানুষের কাছে পৌঁছে দিতে নতুন একটি উদ্যোগ নিয়েছিল। সেখানে প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে সবাই হতবাক। বেনিফিশিয়ারি অভিযোগ আবাস যোজনার জিও ট্যাগিংয়ের জন্য আধার লিঙ্ক করার  সময় এক হাজার  টাকা করে বেশ কিছু জনের কাছ থেকে নেয়া হয়েছে। তারা ভিডিও উপপ্রধানকে এই বিষয়ে অভিযোগ করেন। এই অভিযোগ উঠতেই চাপে পড়ে প্রধান পঞ্চায়েত অফিসে সবার উপস্থিতিতে ৮৩ হাজার টাকা বেনিফিসারী দের  ফেরত দেন বলে জানা গিয়েছে ।
এই ঘটনার পর দলীয়ভাবে তদন্তের নির্দেশ দিয়ে প্রধানকে  ছুটিতে যেতে বলেছে তৃণমূল। সরকারি নিয়ম অনুযায়ী ওই প্রধান বৃহস্পতিবার ছুটির আবেদন জানাতে মহিষাদলের বিডিওর সঙ্গে দেখা করেন।
 বিডিও জয়ন্ত দে বলেন, ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান এর ছুটির জন্য আবেদন জমা দিয়েছেন। পঞ্চায়েতের নিয়ম মেনে তার ছুটির জন্য সর্বসম্মতভাবে ওই গ্রাম পঞ্চায়েতে  সিদ্ধান্ত জানাতে হবে ব্লক  ও জেলা প্রশাসনকে।
 ইটা মগরা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামকৃষ্ণ দাস বলেন, একটি অভিযোগ উঠেছে প্রধানের বিরুদ্ধে।দল সে বিষয়ে তদন্ত করছে। মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক কুমার চক্রবর্তী বলেন, প্রধানের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীর নির্দেশে প্রধান কে ছুটিতে যেতে বলা হয়েছে।  প্রধান শম্পা কাঁপ সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, তিনি সমস্ত ধরনের তদন্তের মুখোমুখি হতে রাজি আছেন।

No comments