কয়েকদিন ধরেই রাজ্যে পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায়ও প্রতিদিন প্রায় ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা।গত চব্বিশ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ১৫ জন৷পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন অনেকে। তবে প…
কয়েকদিন ধরেই রাজ্যে পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায়ও প্রতিদিন প্রায় ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা।গত চব্বিশ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ১৫ জন৷পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন অনেকে। তবে প্রতিদিনের এই বেড়ে চলা করোনা সংক্রমণকে রুখতে গত বৃহস্পতিবার থেকে কনটেনমেন্ট জোন গুলিতে কঠোর লকডাউন জারি করেছে রাজ্য সরকার।এমতাবস্থায় এবার প্রথমের থেকে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে কনটেনমেন্ট জোনের সংখ্যা ফের বাড়ল।
বৃহস্পতিবার বিকেল পুলিশ,প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে এক বৈঠকের মধ্যদিয়ে পটাশপুর এলাকায় বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা।আর সেই সমস্ত কনটেন্টমেন্ট জোন গুলি হল পটাশপুর ১ এর মংলামাড়ো ও অমর্ষি বাজার ।অপরদিকে পটাশপুর ২ ব্লকের কাটনাদিঘী ।
পটাশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চন্দ্রকান্ত শাসমল জানান,পটাশপুর এলাকার কনটেইনমেন্ট জোন গুলিতে মাইকিং প্রচারের মাধ্যমে সমস্ত দোকানপাট বন্ধ করার জন্য নির্দেশিকা জারি হয়েছে।তাছাড়া ওই এলাকার সমস্ত বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের মুখে মাক্স ব্যবহার করা বাধ্যতামূলক।
No comments