মঙ্গলবার মেছেদা শহর এ লক ডাউন অমান্য কারি দের বিরুদ্ধে মাইকিং ওপুলিশ অভিযান শুরু করেন। প্রচার করা হয় মাস্ক না পরলে শাস্তি ও গ্রেফতার করা হবে। করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ প্রশাসন কপালে। প্রায় প্রত…
মঙ্গলবার মেছেদা শহর এ লক ডাউন অমান্য কারি দের বিরুদ্ধে মাইকিং ওপুলিশ অভিযান শুরু করেন। প্রচার করা হয় মাস্ক না পরলে শাস্তি ও গ্রেফতার করা হবে। করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ প্রশাসন কপালে। প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন করে কোয়ান্টামজোন এর এলাকা বাড়ছে। পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশ দ্বার মেছেদা শহর সহ সংলগ্ল এলাকা গুলিতে কোলাঘাট থানার পুলিশ মাইকিং শুরু করে সতর্ক বার্তা দেওয়া শুরু করেছে। আর রাস্তায় মাস্ক বিহীন কাউকে দেখলে প্রথমে লাঠি পেটা তার পরে গ্রেফতার। আর হাটে বাজার এ জটলা দেখলেই লাঠি উঁচিয়ে তারা পুলিশ কর্মী দের। কোলাঘাট থানার পুলিশ মাইক এ করে ঘোষণা করছে ২০/৭/২০২০ পর্যন্ত সকাল ৬ টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত সমস্ত দোকান খোলা থাকবে। দুপুর ১১ টার পর থেকে শুধু মাত্র ঔষধ দোকান ও ব্যাংক ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। এই নিয়ম যারা ভঙ্গ করবে পুলিশ তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কড়া ব্যবস্থা নেবেন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না। প্রয়োজন এ বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা বাঞ্ছনীয়। নাহলে পুলিশ লাঠি পেটা না হলে জে কোনো মহুর্তে গ্রেফতার করতে পারে।
No comments