আজ পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রাম পঞ্চায়েতের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিলো তৃনমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের কাছে বিজেপি খারুই অঞ্চল ২ এর পক্ষ থেকে।এদিন বিজেপি নেতা বামদেব গুছাইতের নেতৃত্বে কয়েকশ বিজে…
আজ পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রাম পঞ্চায়েতের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিলো তৃনমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের কাছে বিজেপি খারুই অঞ্চল ২ এর পক্ষ থেকে।এদিন বিজেপি নেতা বামদেব গুছাইতের নেতৃত্বে কয়েকশ বিজেপি সমর্থকদের নিয়ে চলে এই বিক্ষোভ ও ডেপুটেশন।বিজেপির অভিযোগ সম্প্রতি আম্ফান ঝড়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা প্রকৃত বাড়িক্ষতিগ্রস্ত ও পানবোরজের মালিকেরা টাকা না পেয়ে পঞ্চায়েতের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত না হওয়া পাকা বাড়ির মালিকেরা টাকা কিছু মানুষ পেয়েছেন বলে অভিযোগ।এদিন বিজেপির পক্ষে পঞ্চায়েত প্রধান নমিতা ঘোড়া ও এক পঞ্চায়েত সদস্য সুনীল দেবাধিকারীর পদত্যাগের দাবী করে বিজেপির খারুই -২ অঞ্চল শাখার পক্ষ থেকে।এদিন পঞ্চায়েত প্রধানের কুশপুতুল দাহ করা হয়।এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বামদেব গুছাইত,জাগরন অধিকারী সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
No comments