Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৩ জন করোনা সুস্থ হয়ে বড়মা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

একদিকে করোনা সংক্রমণ বিস্তার লাভ করছে পূর্ব মেদিনীপুরে।পরপর বাড়নো হচ্ছে পুলিশি টহলদারী।মাক্স ছাড়া বাইরে বেরুলের আইনী ব‍্যবস্থা নেওয়া হবে এমনটাই জানা গিয়েছে।করোনা সংক্রমন দিনের পর দিনই বেড়েই চলেছে কার্যত আজও নতুন করে ৫ জন করোনা আ…






একদিকে করোনা সংক্রমণ বিস্তার লাভ করছে পূর্ব মেদিনীপুরে।পরপর বাড়নো হচ্ছে পুলিশি টহলদারী।মাক্স ছাড়া বাইরে বেরুলের আইনী ব‍্যবস্থা নেওয়া হবে এমনটাই জানা গিয়েছে।করোনা সংক্রমন দিনের পর দিনই বেড়েই চলেছে কার্যত আজও নতুন করে ৫ জন করোনা আক্রান্ত খবর পাওয়া গিয়েছে হাসপাতাল তরফে। এদের মধ‍্যে তমলুক-2,প্রতাপপুর -৩।যার কারনে সাধারণ মানুষ ভয়ের মধ‍্যেই রয়েছেন।কিন্তু এই ভয়ের মধ‍্যে কিছুটা হলেও সস্তির নিঃশ্বাস নিচ্ছেন পূর্ব মেদিনীপুর বাসী।মঙ্গলবার  বড়মা করোনা লেভেল থ্রি হাসপাতাল থেকে ১৩ জন করোনা রুগীর সুস্থতার খবর পাওয়া গিয়েছে।যার কারনে একটু হলেও আশার আলো দেখছেন এলাকাবাসীরা।হাসপাতাল তরফে জানা গিয়েছে ওই ১৩ জনের মধ‍্যে সকলের বয়স ২০- ৬০ বছরের মধ‍্যে।ওই ১৩ জন করোনা রুগীর মধ‍্যে রয়েছেন দূর্গাচক বাসীন্দা -২জন,মহিষাদল-১,ভগবানপুর-১,এগরা -১,সুতাহাটা -২,পাঁশকুড়া -২,তমলুক -২,খেজুরী-১,জুনপুট (NHD)-১।এই ১৩ জন সুস্থতার খবরে কিছুটা হলেও সস্তির নিঃশ্বাস ফেলছেন পূর্ব মেদিনীপুর বাসী।

No comments