Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সর্বোচ্চ নম্বর উঠেছে ৫০০এর মধ্যে ৪৯৯, প্রথম বিভাগে পাশ ৫০ শতাংশের বেশি পরীক্ষার্থী

প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করল এবার। এবারে পাশের হার ৯০.১৩ শতাংশ। সর্বোচ্চ নম্বর উঠেছে ৫০০এর মধ্যে ৪৯৯, অর্থাৎ ৯৯.৮ শতাংশ। যা এখনো পর্যন্ত সর্বকালের রেকর্ড। এই বছরে ছাত্রীদের পাশের…


প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করল এবার। এবারে পাশের হার ৯০.১৩ শতাংশ। সর্বোচ্চ নম্বর উঠেছে ৫০০এর মধ্যে ৪৯৯, অর্থাৎ ৯৯.৮ শতাংশ। যা এখনো পর্যন্ত সর্বকালের রেকর্ড। এই বছরে ছাত্রীদের পাশের হার ছাত্রদের থেকে বেশি।
তবে অবাক করার বিষয় হল প্রথম বিভাগে পাশ করেছে ৫০ শতাংশের বেশি পরীক্ষার্থী। এবছর কোনও ফলাফল অসম্পূর্ণ নেই বলে জানিয়েছে সংসদ সভানেত্রী। গত বছরের তুলনায় এই বছর ৪ শতাংশের বেশি পাশের হার।

এবারে করোনা পরিস্থিতি বিবেচনা করে উত্তরপত্র রিভিউ করার ফি বেশ খানিকটা কমানো হয়েছে৷ এখন উত্তরপত্র রিভিউ করতে পড়ুয়াদের ৭৫ টাকা গুনতে হবে স্কুটিনি করতে গেলে দিতে হবে ৫০ টাকা৷

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in কিংবা wbresults.nic.in ওয়েবসাইটে WBCHSE Result 2020 লিঙ্কে ক্লিক করলে ফল দেখা যাবে৷ তবে, ফল দেখতে গেলে নিজের রোল নম্বর, রেজিস্ট্রেশন ও জন্ম তারিখ দিলে স্ক্রিনে আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট৷

No comments