Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের কুশল উচ্চ- মাধ্যমিকে রাজ্যে সপ্তম

নোভেল করোনা ভাইরাসের মাঝে আজ প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কোনো রকম মেধাতালিকা প্রকাশ করা হয়নি এবছর। বিকাল তিনটায় সংসদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে এবছর উ…




 নোভেল করোনা ভাইরাসের মাঝে আজ প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কোনো রকম মেধাতালিকা প্রকাশ করা হয়নি এবছর। বিকাল তিনটায় সংসদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে এবছর উচ্চ মাধ্যমিক এর সর্বোচ্চ নম্বর ৪৯৯। সেই নম্বরের ভিত্তিতে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ব‍্যাবর্ত্তাহাট আদর্শ হাইস্কুলের ছাত্র কুশল ভট্টাচার্য। কুশলের প্রাপ্ত নম্বর ৪৯৩। শুক্রবার বিকেলে অনলাইনের মাধ্যমে এই ফল জানতে পেরে খুশির হাওয়া বইতে শুরু করেছে গোটা এলাকায়।
কুশলের বাবা অসিত ভট্টাচার্য্য পেশায় একজন মন্ডল শিল্পী। মাধ‍্যমিক পরীক্ষায় ৬৬৭ নম্বর পেয়েছিল কুশল। মাত্র কয়েক নম্বরের জন্য মেধাতালিকা হাতছাড়া হয়ে গিয়েছিল তার। কিন্তু বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একেবারে রাজ্যের মধ্যে সপ্তম হয়ে খুশি তমলুকের কুশল ভট্টাচার্য। পড়াশোনার পাশাপাশি গল্পের বইও সিনেমা দেখতে ভালো লাগতো তার। প্রত্যেকদিন রাতে ১২ টা থেকে ১ টা পর্যন্ত পড়তো সে। বাড়িতে পড়াশোনার বিষয়ে সাহায্য করতো স্কুল শিক্ষক কাকু আদিত্য ভট্টাচার্য। স্বাভাবিকভাবে এই খুশির খবর এখন ছড়িয়ে পড়তেই ব্যাপক উচ্ছ্বাসের আকার নিয়েছে গোটা এলাকায়।
কুশালের বাবা অসিত ভট্টাচার্য বলেন, "ছেলের এইরূপ সাফল্যে খুবই ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি এই ফল।"

No comments