করোনার আবহাওয়ার মাঝেও খুশির খবর পূর্ব মেদিনীপুরে।রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে মহিষাদল বাসী।সাথে সাথে আত্মহারা হয়ে উঠেছেন লক্ষ্যা বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও।
কারন তাদের স্…
করোনার আবহাওয়ার মাঝেও খুশির খবর পূর্ব মেদিনীপুরে।রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে মহিষাদল বাসী।সাথে সাথে আত্মহারা হয়ে উঠেছেন লক্ষ্যা বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও।
কারন তাদের স্কুলের ছাত্রীরা পরীক্ষা দিয়েছিল।সকলেই সম্মানের সাথে তারা অধিকার অর্জন করেছে।আয়ন্টিকা
প্রধান অন্যদের থেকে বেশী নম্বর পেয়ে স্কুলের সুনাম অর্জন করেছে।বাড়ির লোকেরা খুশিতে মেতে উঠেছেন।
স্কুলের গর্ব আয়ন্টিকা প্রধান। সারা পশ্চিমবঙ্গে ২০২০ মাধ্যমিকে স্কুলের মধ্যে প্রথম। স্কুল কে করেছে গর্বিত। স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপাঠী বলেন
আয়ন্টিকা কে আশীর্বাদ ও শুভেচ্ছা জানাই - ও আরও বড়ো হোক। অনেক বড় হতে হবে যে, ভালো মানুষ ও হতে হবে। স্নেহাশীর্বাদ ওর সাথে থাকলো। স্কুলে অন্যান্য ছাত্রীদের উদ্দেশ্যে বলেন সকল কে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে হবে।স্কুলের এবং এলাকার, বাবা-মায়ের সকলে মুখ উজ্জ্বল করতে হবে।
No comments