Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চাপে'র মুখে টাকা ফেরতের আর্জি জানালেন পাঁচরোল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি'র স্ত্রী

দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল বিডিও'র কাছে। বিষয়টি সামনে আসার পরেই আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য পাওয়া সরকারি সাহায্যের টাকা ফিরিয়ে দিতে চেয়ে সেই বিডিও'র কাছেই আর্জি জানালেন এগরা-১ ব্লকের পাঁচরোল অঞ্চল তৃণমূল কংগ্রেস …




দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল বিডিও'র কাছে। বিষয়টি সামনে আসার পরেই আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য পাওয়া সরকারি সাহায্যের টাকা ফিরিয়ে দিতে চেয়ে সেই বিডিও'র কাছেই আর্জি জানালেন এগরা-১ ব্লকের পাঁচরোল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি'র স্ত্রী।

 তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দলেরই একাংশ সম্প্রতি অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশে তদন্ত করে তৈরি ক্ষতিপূরণের নয়া তালিকাতেও দুর্নীতি করা হয়েছে। এ নিয়েই দলেরই একাংশ নেতা-কর্মী বিডিওকে জানান। এ দিকে পাঁচরোল গ্রাম পঞ্চায়েতে ১৭৬ জনের ব্যাঙ্ক একাউন্টে ২০ হাজার টাকা ইতিমধ্যে জমা পড়েছে বলে খবর। ওই ১৭৬ জনের মধ্যে পাঁচরোল অঞ্চল তৃণমূল সভাপতি'র স্ত্রী, দলের অঞ্চল যুব তৃণমূলের কার্যকরী সভাপতি'র ভাই, পাঁচরোল (পূর্ব) গ্রামের পঞ্চায়েত সদস্যার দেওর, বাহিয়া বুথের পঞ্চায়েত সদস্যার সুপার ভাইজার ও তাঁর কাজের লোকের নামও রয়েছে বলে দাবি।




 কিন্তু প্রশাসন এবং দলের অন্দরে ব্যাপক চাপের মুখে পড়ে পাঁচরোল অঞ্চল তৃণমূল সভাপতি অশোক দাসে'র স্ত্রী অঞ্জলি দাস টাকা ফেরানোর জন্য ব্লকের বিডিও'র কাছে আবেদন জানিয়েছেন। এ দিন অঞ্জলি দাস বলেন, "আমার স্বামী অশোক দাস পাঁচরোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ায়, উনার পদমর্যাদা রক্ষার্থে ব্লক অফিসে ২০ হাজার টাকা ফেরত দেওয়ার আর্জি জানিয়েছি। স্বাভাবিকভাবেই দলের সভাপতি হওয়ার কারণে আমার স্বামী'র বিরুদ্ধে কিছু লোক বদনাম ও অপপ্রচার করছে।"  দলের অঞ্চল তৃণমূল সভাপতি অশোক দাস বলেন, "দলীয় নেতৃত্বের নির্দেশে আমি অবশ্যই টাকা ফেরত দেব। তবে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে কুৎসা, মিথ্যে ও ভিত্তিহীন অপপ্রচার করছে।" এগরা-১ এর বিডিও বংশীধর ওঝা বলেন, " একজন টাকা ফেরত দেওয়ার জন্য ব্লক অফিসে আবেদন করেছেন। ব্লল অফিসে টাকা ফেরত দিলে সেই টাকা ব্লকের নির্দিষ্ট ব্যাঙ্ক একাউন্টে বা  ট্রেজারিতে জমা করা হবে।" তবে স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই ওই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিজেপি'র। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "শুধু এগরা মহকুমাতেই নয়, গোটা জেলাতেই তৃণমূল ঘনিষ্ঠ বহু মানুষ যাঁরা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নন, তাঁরা তা পেয়েছেন। যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাঁদের নাম আর তালিকায় ওঠেনি। কাটমাণি নিয়ে তৃণমূল নেতারা নিজেদের ঘনিষ্ঠদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন। আর এখন জনরোষের বহিঃপ্রকাশ ঘটতেই তাঁরা (তৃণমূল নেতা) টাকা ফেরত দিচ্ছেন। এটা কেবলমাত্র তৃণমূলের আই- ওয়াশ ছাড়া আর কিছুই নয়।" দলের ব্লল তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ বলেন, "দলের পক্ষ থেকে টাকা ফেরত দিতে বলা হয়েছে। তিনি টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন।"  যদি এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ বলেন, "অশোক দাসে'র স্ত্রী অঞ্জলি দাস টাকা ফেরত দেওয়ার জন্য ব্লক অফিসে আবেদন করেছেন। তাঁর আবেদনও গৃহীত হয়েছে। ট্রেজারিতে টাকা জমা দেওয়ার জন্য তাঁকে সেই ফর্মও দেওয়া হয়েছে। তবে আগামী দু'য়েক দিনের মধ্যে সরকারি কোষাগারে সেই টাকা জমা করা হবে।"

No comments