Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্পশহর হলদিয়া টাউনশিপ বাজার কমিটি নিজেদের উদ্যোগেই লকডাউন ঘোষণা করলেন

হলদিয়া টাউনশিপ এলাকায় উত্তরোত্তর করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়- স্থানীয় পুলিশ প্রসাশন ,কাউন্সিলর ও  ওয়ার্ড সভাপতির উপস্থিতিতে -মোহনা কমার্শিয়াল কমপ্লেক্স এর চারটি বাজার কমিটির -সমন্নয় কমিটির সদস্যদের নিয়ে  আলোচনা ক্রমে,  …




হলদিয়া টাউনশিপ এলাকায় উত্তরোত্তর করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়- স্থানীয় পুলিশ প্রসাশন ,কাউন্সিলর ও  ওয়ার্ড সভাপতির উপস্থিতিতে -মোহনা কমার্শিয়াল কমপ্লেক্স এর চারটি বাজার কমিটির -সমন্নয় কমিটির সদস্যদের নিয়ে  আলোচনা ক্রমে,   সর্বসন্মত সিদ্ধান্ত অনুযায়ী-  আগামী 18-07-2020 (শনিবার) থেকে 24-07-2020(শুক্রবার) পর্য্যন্ত আগামী সাতদিন মাখন বাবুর বাজার এলাকার সমস্ত বাজার /দোকানের (ঔষধ ,দুধ ও পানীয় জল বাদে ) ক্রয় বিক্রয়  সম্পূর্ণ  বন্ধ থাকবে। তাই এই এলাকার সমস্ত ক্রেতা বিক্রেতাদের  নিকট এই বিষয়ে সমস্ত রকম সহযোগিতার আবেদন রাখছি। সকলে সুস্থ থাকুন, ভাল থাকুন ও অন্য সকলকে সুস্থ  রাখতে সাহায্য করুন ।
ধন্যবাদসহ -
সকল হলদিয়া বাসির সুস্থ কামনায় সমন্নয় কমিটির পক্ষে :-অনুপ ভাস্কর । হলদিয়া ,টাউনশিপ ।

No comments