উচ্চমাধ্যমিকে রেকর্ড ফল করল বাঁকুড়া জেলার গৌরব মণ্ডল। গৌরবের বাড়ি বড়জোড়াতে। বাবা সুবোধ মণ্ডল এবং মা শিপ্রা মণ্ডল।সে বড়জোড়া উচ্চবিদ্যালয় থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার প্রাপ্ত নম্বর ৪৯৯তার ফল প্রকাশের খবর পেতেই সংবর…
উচ্চমাধ্যমিকে রেকর্ড ফল করল বাঁকুড়া জেলার গৌরব মণ্ডল। গৌরবের বাড়ি বড়জোড়াতে। বাবা সুবোধ মণ্ডল এবং মা শিপ্রা মণ্ডল।সে বড়জোড়া উচ্চবিদ্যালয় থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার প্রাপ্ত নম্বর ৪৯৯তার ফল প্রকাশের খবর পেতেই সংবর্ধনা জানান বড়জোড়ার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ।
উল্লেখ্য মাধ্যমিকে গৌরব অষ্টম স্থান লাভ করেছিল।
No comments