Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাজার কালী মন্দির সংলগ্ন এক ব্যাবসায়ী আক্রান্ত করোনায়

আতংক বাড়ছে কাঁথি শহরের।শুক্রবার এক ধাক্কায় আরো চার জন মারন ভাইরাস করোনা আক্রান্তের সন্ধান পেল প্রশাসন।এদের মধ্যে দুই জন ব্যাবসায়ী।আর দুই জন কাঁথির সাবেক উদয়ন সিনেমা রোডের করোনা আক্রান্ত সাইকেল দোকানীর স্ত্রী ও মেয়ে ।

গত বুধবার ক…



আতংক বাড়ছে কাঁথি শহরের।শুক্রবার এক ধাক্কায় আরো চার জন মারন ভাইরাস করোনা আক্রান্তের সন্ধান পেল প্রশাসন।এদের মধ্যে দুই জন ব্যাবসায়ী।আর দুই জন কাঁথির সাবেক উদয়ন সিনেমা রোডের করোনা আক্রান্ত সাইকেল দোকানীর স্ত্রী ও মেয়ে ।

গত বুধবার কাঁথির আঠিলাগড়ির বাসিন্দা তথা শহরের সাবেক উদয়ন সিনেমা রোডের  সাইকেল ব্যাবসায়ীর করোনা সংক্রমনের খবরে প্রথম ঝটকা লাগে পৌর এলাকার বাসিন্দাদের।এর পরেই বৃহস্পতিবার পৌরসভার ৬ নং ওয়ার্ডের মনোহরচকের বারিক পাড়ার বাসিন্দা কোলকাতা পুলিশের কর্মী করোনা আক্রান্ত হওয়ার খবরে আতংক আরো বেড়েছিলো।আতংক বাড়ার আরো কারন আছে এই ব্যাক্তিকে ঘিরে।কারন স্থানীয় বাসিন্দাদের দাবী হাওড়ার কর্মস্থল থেকে অসুস্থ্য অবস্থায় বাড়ি ফিরলেও কাঁথি শহর জুড়ে দেদার ঘুরে বেড়িয়েছেন এই ব্যাক্তি।আরো অভিযোগ একটা সমবায় ব্যাঙ্ক,পোস্ট অফিস ও আউটডোর চত্বরে অসুস্থ্য অবস্থাতেই ঘুরে বেড়িয়েছিলেন এই করোনা আক্রান্ত রোগী।এর রেশ কাটতে না কাটতে শহরে আরো চার জন বাসিন্দা করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই আতংক বাড়চ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
জানা গেছে এদিন রিপোর্ট আসা চার জনের সাথে
কাঁথির সাবেক উদয়ন সিনেমা রোডের করোনা আক্রান্ত সাইকেল দোকানীর সাথে প্রত্যক্ষ-পরোক্ষ  সম্পর্ক আছে  ।চার জনের মধ্যে দুই জন তাঁর স্ত্রী ও কন্যা ।কাঁথির বাজার কালী মন্দির সংলগ্ন ইলেক্ট্রনিক্স দোকানের করোনা আক্রান্ত মালিকের সাথেও তাঁর সম্পর্ক আছে ।কারন প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে জুড়ি ছিলেন এরা ।এছাড়াও অপর আক্রান্ত ব্যাক্তি প্রায় সময়েই মন্দিরের সামনের এই দোকানে আড্ডা মারতেন বলে জানা গেছে।সেই ব্যাক্তি কুমারপুরের সাউ পাড়ার বাসিন্দা।আক্রান্তদের উদ্ধার করে চিকিৎস্যার জন্যে কোভিড হাসপাতালে ।

No comments