কাঁথি মহকুমা হাসপাতালের জরুরী বিভাগের সামনে অ্যাম্বুলেন্স বা গাড়ী খেকে রোগী কে স্ট্রেচারে করে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্যে করিডরের টিনের ছাউনির একটা অংশ অামফান ঝড়ে উড়ে গেছে।
দীর্ঘ ৩৭/৩৮ দিন টিনের ছাউনি না সারানোয় বৃষ্টি তে রোগী ও …
কাঁথি মহকুমা হাসপাতালের জরুরী বিভাগের সামনে অ্যাম্বুলেন্স বা গাড়ী খেকে রোগী কে স্ট্রেচারে করে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্যে করিডরের টিনের ছাউনির একটা অংশ অামফান ঝড়ে উড়ে গেছে।
দীর্ঘ ৩৭/৩৮ দিন টিনের ছাউনি না সারানোয় বৃষ্টি তে রোগী ও পরিজনদের ভোগান্তি র শেষ নেই। হাসপাতাল কর্তৃপক্ষের কোন হেলদোল নেই।
অবিলম্বে জরুরী বিভাগের সামনে টিনের ছাউনি মেরামতি র দাবী জানিয়ে নন্দীগ্রাম স্বাস্হ্য জেলার মুখ্য স্বাস্থ্য অাধিকারিককে ই-মেইল বার্তা পাঠিয়েছেন।
সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
No comments