Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

SUCI উদ্যোগে কোলাঘাট বি ডি ও অফিসে বিক্ষোভ-ডেপুটেশন ও স্মারকলিপি পেশ

দুর্নীতি-দলবাজী বন্ধ করে আমফানে ক্ষতিগ্রস্ত গৃহ মালিকদের অনুদান বণ্টন সহ ওই তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে টাঙ্গানো, ধান-পান-ফুল-মাছ-সব্জীচাষীদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান,গতকাল(১৪/৬/২০)মেচগ্রামে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত অ্যাম্…



দুর্নীতি-দলবাজী বন্ধ করে আমফানে ক্ষতিগ্রস্ত গৃহ মালিকদের অনুদান বণ্টন সহ ওই তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে টাঙ্গানো, ধান-পান-ফুল-মাছ-সব্জীচাষীদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান,গতকাল(১৪/৬/২০)মেচগ্রামে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত অ্যাম্বুলেন্স চালক ও কোভিড-১৯ রোগীর পরিবারকে উপযুক্ত সাহায্য প্রদান, বর্ষার পূর্বে সমস্ত খানা-খন্দে ভরা গ্রামীণ রাস্তাগুলি সংস্কার,সেচ দপ্তরের নিকাশী খালে পড়ে থাকা সমস্ত গাছ অবিলম্বে তুলে ফেলা, দিল্লি-মহারাষ্ট্র প্রভৃতি সংক্রমিত রাজ্য থেকে আসা সমস্ত পরিযায়ী  শ্রমিককে দ্রুত করোনা টেস্ট করানো সহ ১১ দফা দাবিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে আজ কোলাঘাট ব্লকের বি ডি ও'র নিকট বিক্ষোভ-ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।
অন্যান্য দাবির মধ্যে অন্যতম হলো-পরিযায়ী শ্রমিক সহ জবকার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজ প্রদান, সরকারি সহায়কমূল্যে ধান ক্রয় এবং ভর্তুকিতে আমনবীজ ধান বিক্রয় কেন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু, সমস্ত গরিব মানুষকে বাংলা আবাস যোজনায় গৃহ বাবদ অনুদান দেওয়া প্রভৃতি।
নেতৃত্ব দেন, ব্লক কমিটির পক্ষে মধুসূদন বেরা,নারায়ণ চন্দ্র নায়ক,বিশ্বরূপ অধিকারী, শঙ্কর মালাকার প্রমুখ।
নারায়ণবাবু অভিযোগ করেন,আমফানের গৃহবাবদ  ক্ষতিপূরনের টাকা এমন অনেকেই দেওয়া হয়েছে, যাদের পাকা বাড়ি রয়েছে।
বিডিও দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

No comments