Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি মারিশদা ব্লকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর উদ্যোগে ডেপুটেশন

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী- পূর্ব মেদিনীপুর জেলা র কাঁথি 3   ব্লক ( মারিশদা)তে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দের অনুদান প্রদান করতে হবে। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত এর স্বজন পোষণ দুর্নীতি সীমাহীন চলছে। প্রতিবন্ধী শুভ্রকান্তি …





 পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী- পূর্ব মেদিনীপুর জেলা র কাঁথি 3   ব্লক ( মারিশদা)তে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দের অনুদান প্রদান করতে হবে। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত এর স্বজন পোষণ দুর্নীতি সীমাহীন চলছে। প্রতিবন্ধী শুভ্রকান্তি পণ্ডা সহ অনেকেই সরকারী সাহায্য থেকে বঞ্চিত। এর প্রতিবাদে সকল প্রতিবন্ধী সহ বঞ্চিত মানুষজনকে সরকারী ত্রাণ বিলি বণ্টনের দাবিতে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ও বঞ্চিত মানুষজন এক বিশাল মিছিল এলাকা পরিক্রমা কর।NH 16  কিছু সময়ের জন্য যানবাহন আটকে যায়। মিছিল ব্লক অফিসে পৌঁছালে তুমুল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী চলে। সংবেদনশীল মানুষের প্রতি সমর্থন জানিয়ে আরো মানুষজনের ভিড় জমে যায়।  মুর্হুমুর্হু শ্লোগানে অফিসে র কাজকর্ম থমকে যায়। অবশেষে BDO পূর্বাহ্ণে বিক্ষোভ এর আঁচ পেয়ে অফিসে অনুপস্থিত থাকায় জয়েন্ট বি ডি ও স্মারকলিপি গ্রহণ করেন এবং BDO ফোনে জানান সকলের আবেদন এর ভিত্তিতে সরকারী অনুদান প্রদান করবেন আশ্বাস দেন।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের সাধারণ সম্পাদক পান্নালাল দাস, নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক রাজেন্দ্র প্রসাদ দাস, অসিত বরণ মণ্ডল, শ্রীকান্ত মাইতি, ব্লক সম্পাদক শক্তিপদ ভুঁইঞা শ্রমিক ও যুব ফ্রন্টের  নেতৃত্ব কালীপদ শীট, ঝাড়েশ্বর বেরা,শান্তনু মাইতি, তাপস পড়্যা

No comments