Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মৎস্যজীবীরা ডেপুটেশন দিল পেটুয়াঘাট মৎস‍্য বন্দর এর প্রজেক্ট অফিসারের দপ্তরের

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাজ্য সরকারের নির্দেশিকা মেনে ১৫ই জুন থেকে সমুদ্রে মৎস্য শিকারে যাবেন মৎস্যজীবীরা।এমতাবস্থায় শুক্রবার সকালে পেটুয়াঘাট মৎস্য বন্দরের প্রজেক্ট অফিসারের কাছে ডেপুটেশন দিলেন মৎস্যজীবীরা।জানা গিয়েছে, সর…



 দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাজ্য সরকারের নির্দেশিকা মেনে ১৫ই জুন থেকে সমুদ্রে মৎস্য শিকারে যাবেন মৎস্যজীবীরা।এমতাবস্থায় শুক্রবার সকালে পেটুয়াঘাট মৎস্য বন্দরের প্রজেক্ট অফিসারের কাছে ডেপুটেশন দিলেন মৎস্যজীবীরা।জানা গিয়েছে, সরকারের নির্দেশিকা অনুয়ায়ী আগামী ১৫ই জুন,সোমবার থেকে সমুদ্রে মৎস্য শিকারে যাবেন তারা।তার আগে করোনা স্বাস্থ্যবিধি সম্পর্কে মৎস্যজীবীদের সচেতনতা প্রয়োজন। তাছাড়া মৎস‍্য দপ্তর যাতে স্বাস্থ্যবিধির জন্য এলাকার স‍্যানিটাইজ করার ব্যবস্থা করেন, পাশাপাশি মৎস্যজীবীদের স্বাস্থ্যবিধি মানার জন্য স্বাস্থ্য উপকরণ দেওয়ার দাবি জানান হয় এই ডেপুটেশনে।এদিনের ডেপুটেশনে ছিলেন
দেশপ্রাণ মৎস্যজীবীর শ্রমিক সংগঠন সম্পাদক শ্যামল জানা,দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা জানা,কাঁথি ২ দেশপ্রাণ পঞ্চায়েতে সহ-সভাপতি তরুণ জানা সহ অন্যান্যরা।

No comments