নন্দীগ্রামের পাশের বিধানসভা এলাকা খেজুরি।আর সেই খেজুুুরীতেই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল ।
জানা গিয়েছে,খেজুুুরীর প্রথম করোনা আক্রান্ত পাওয়া গেল খেজুরির বোগা গ্ৰামে।খেজুরি বোগার এক যুবকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা প…
নন্দীগ্রামের পাশের বিধানসভা এলাকা খেজুরি।আর সেই খেজুুুরীতেই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল ।
জানা গিয়েছে,খেজুুুরীর প্রথম করোনা আক্রান্ত পাওয়া গেল খেজুরির বোগা গ্ৰামে।খেজুরি বোগার এক যুবকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে।তাছাড়া ওই যুবক মুম্বই থেকে দুসপ্তাহ আগে নিজের বাড়ি ফিরে এসে কোয়ারেন্টাইনে ছিলেন।এরপর ওই যুবকের গত ৫ই জুন নন্দীগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে লালা রসের নমুনা সংগ্রহ করা হয়।তারপর আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।এরপর স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তাকে করোনা হাসপাতালে নিয়ে যায়।
No comments