সর্ব্বভারতীয় ও প্রদেশ কংগ্রেসের নির্দেশ ক্রমে আজ আম্ফানে প্রকৃত ক্ষতিগ্ৰস্ত মানুষদের ত্রান ও ক্ষতিপুরনের ব্যাবস্থা জানিয়ে এক দাবীপত্র পেশ করা হলো। পাঁশকুড়া ১ নম্বর ব্লকং কংগ্রেসর তরফে।এই দাবী জানিয়ে আজ তারা আজ দুপুর ১ টার সম…
সর্ব্বভারতীয় ও প্রদেশ কংগ্রেসের নির্দেশ ক্রমে আজ আম্ফানে প্রকৃত ক্ষতিগ্ৰস্ত মানুষদের ত্রান ও ক্ষতিপুরনের ব্যাবস্থা জানিয়ে এক দাবীপত্র পেশ করা হলো। পাঁশকুড়া ১ নম্বর ব্লকং কংগ্রেসর তরফে।এই দাবী জানিয়ে আজ তারা আজ দুপুর ১ টার সময় পাঁশকুড়া ব্লক ১ আধিকারিকের কাছে দাবীপত্র জমা দেন।দাবীপত্রের বিষয় গুলি হল-
১. আমপান ঝড়কে জাতীয় বির্পযয় ঘোষনা।
২। ক্ষতিগ্ৰস্তদদের থাকার ব্যাবস্থা।
৩ চাষী ভাইদের চাষে অর্থ সাহায্য
৪. কৃষি লোন ছাড়ের বন্দবস্ত।
৫. প্রকৃত ক্ষতিগ্ৰস্তদের ত্রান ও ক্ষতিপুরন।
No comments