১৪ জুন 'রক্তদান দিবস' হলো এক পৃথিবী রক্তদান উৎসব। স্বেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করার প্রচেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থার! ২০২০ বিশ্ব রক্তদান দিবস সংগঠিত আজ নভেল করোনা ভাইরাস প্যন্ডেমিক পরিস্থিতিতে! আজকের রক্তদান উৎসব সভা স…
১৪ জুন 'রক্তদান দিবস' হলো এক পৃথিবী রক্তদান উৎসব। স্বেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করার প্রচেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থার! ২০২০ বিশ্ব রক্তদান দিবস সংগঠিত আজ নভেল করোনা ভাইরাস প্যন্ডেমিক পরিস্থিতিতে! আজকের রক্তদান উৎসব সভা সেমিনার থাকবে না! অনেক পোস্টার নিয়ে পথমিছিল হবে না! বিশেষদিনে রক্তদানে বিশেষ স্থুল উদ্দীপনা তৌরী সহজ হবে না। কারন সেই নেতীবাচক শব্দ SOCIAL DISTANCING মহামারী ঠেকাতে ! আবার সামাজিক দূরত্বে রক্তদান আন্দোলন হবে সম্পূর্ণরূপে ব্যর্থ....
মুমূর্ষের জীবন রক্ষায় অনেক রক্ত দিনদিন প্রয়োজন। একজন দান করবে,একজন গ্রহণ করবে। চিমনীর ধোঁয়া ওঠা নিয়ন বাতির ঝলমলে কারখানায় রক্ত তৈরী হলো না এখনও! রক্ত কারখানা সেই সুস্থ মানবদেহ। WHO বাবুরা পৃথিবীকে বোঝালন না! ভাইরাস ভাইরাল রুখতে প্রয়োজন অনেক PHYSICAL DISTANCING...
প্যন্ডেমিকে পন্ড হলো অর্থনীতি! পুঁজিবাদী ব্যবস্থায় ভারতবর্ষের অর্থ বাজেটের সমপরিমাণ অর্থ মাত্র ১০০ জন পুঁজিপতির মোট সম্পদের সমান! যদিও শোনা কথা। করোনার করুনায় গৃহবাসী হয়ে ,লকডাউন মেনে দরিদ্র মধ্যবিত্তের ট্যাক আজ ফাঁকা। সমাজিক দূরত্ব পালন করে পুঁজিপতিগন যদি আমজনতাকে ''চাল ডাল আলু পিঁয়াজ তেল নুন'' দান না করেন! রেশনে যদিও শোষন নেই তবুও চলে না পোষন! বিপদ সমূহ বিপদ! অবশেষে জনতা কি জনতা কারফিউ খাবে! সুতরাং দু-বাহু তুলে উচ্চ কন্ঠে আওয়াজ তোলো, সামাজিক দূরত্ব 'মাত বোলো' ভাইরাস যুদ্ধে আমজনতা শারীরিক দূরত্ব মেনে চলো।....
১৫ আগষ্ট ১৯৮৮ সুতাহাটা থানা মোড়ে দ্বিতল মাটির বাড়ির নীচে, অগ্রজ ছাত্র নেতৃত্ব প্রয়াত ননী'দার অনুপ্রেরণায় ছাত্রপরিষদ আয়োজিত রক্তদান শিবিরে জীবনের প্রথম আমার রক্তদান ব্রত উদযাপন। রক্তদান শিবিরে চাঁদি রুপোর ব্যাচ, শংসাপত্র পাওয়া এবং সেদিন একটা পোস্টার সংগ্রহ করে আনন্দে বাড়ি ফেরা!
পোস্টারে উপরিভাগে ছিল রক্তাভ রক্তের ফোঁটা আঁকা। মধ্যভাগে এই উদ্ধৃতি "A NATION is great when his LEADERS are great" পোস্টারের ভুবন ভরিয়ে ছিল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব'জীর রক্তদানের সাদাকালো ছবি। অসাধারণ পোট্রেট সাইজের পোস্টারটি গ্রামের বাড়ির আমার পড়ার টেবিলের সামনের দেওয়ালে লাগিয়ে দিলাম। দীর্ঘ দিন ছবিটি দেওয়ালে সুশোভিত ছিল। আজ আপসোস হয় কেন অনুপ্রাণিত পোস্টারটি কাঁচের ফ্রেমে স্থাপন করেনি!
No comments