দিন দিন বেড়েই চলছে করোণা সংক্রামক সংখ্যা। পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা। তারফলে জেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে আর সেই সময় কোলাঘাটের গোপালনগর থেকে দুজন করোনা রুগীকে পাঁশকুড়া বড়মা করোনা হাসপাত…
দিন দিন বেড়েই চলছে করোণা সংক্রামক সংখ্যা। পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা। তারফলে জেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে আর সেই সময় কোলাঘাটের গোপালনগর থেকে দুজন করোনা রুগীকে পাঁশকুড়া বড়মা করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এম্বুলেন্স দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে এম্বুলেন্স ধাক্কা মারলো লরির পেছনে....ঘটনাস্থলেই চালক এর মৃত্যু ।
মৃত চালকের নাম রাজু মন্ডল বয়স ৩৬.বাকিদুজন করোনা রোগী গুরুতর আহত ,১ জন এর অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই মেচগ্রাম করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোলাঘাট-খড়গপুর ৬ নম্বর জাতীয় সড়ক এর মেচগ্রাম এর কলিসর এলাকার ঘটনা। ভিডিও দেখতে ক্লিক করুন।
https://youtu.be/w972ZwwfdMg
No comments