পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার সরিপুর গ্ৰামে শনিবার ট্রিংকেট সাপ উদ্ধার করল দিঘা বন বিভাগের কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা যায় এই দিন সকালে সরিপুর গ্রামের গৃহস্থের বাড়িতে ট্রিংকেট সাপ পাওয়া যায়। এই সাপের দেশীয় নাম ঘোড়া…
পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার সরিপুর গ্ৰামে শনিবার ট্রিংকেট সাপ উদ্ধার করল দিঘা বন বিভাগের কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা যায় এই দিন সকালে সরিপুর গ্রামের গৃহস্থের বাড়িতে ট্রিংকেট সাপ পাওয়া যায়। এই সাপের দেশীয় নাম ঘোড়ানাগ সাপ।বিরল প্রজাতির এই সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে পিএফ দীঘা বনদপ্তর এর কর্মীরা সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয়।বন দপ্তরের এক আধিকারিক জানায় এটি নির্বিষ সাপ।তবে অনেকেই জানেন না।তাই আতঙ্কে এই ধরনের সাপকে মেরে ফেলেন। উল্লেখ উদ্ধার হওয়া প্রজাতির সাপ গুলি ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে চলে তাই অনেকে একে ঘোড়া নাগ বলে।
No comments