Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাস ভাড়াবৃদ্ধির প্রতিবাদে SUCI উদ্যোগে জেলাশাসকের নিকট স্মারকলিপি পেশ

লকডাউন পরিস্থিতিতে বাসের ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে আগামী সপ্তাহ থেকে।
এই পরিপ্রেক্ষিতে আজ পরিবহন যাত্রী কমিটি, পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে জেলার আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের সভাপতি তথা জেলাশাসককে স্মারকলিপি…


লকডাউন পরিস্থিতিতে বাসের ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে আগামী সপ্তাহ থেকে।
এই পরিপ্রেক্ষিতে আজ পরিবহন যাত্রী কমিটি, পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে জেলার আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের সভাপতি তথা জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়।
কমিটির পক্ষে তপন ভৌমিক ও নারায়ন চন্দ্র নায়ক বলেন,লকডাউনে ক্ষতিগ্রস্ত জনসাধারণের ঘাড়ে বাসের বর্ধিত ভাড়া কার্যকর না করে সরকার ভর্তুকি দিয়ে বাস চালানোর ব্যবস্থা করুক। পাশাপাশি সরকারি সমস্ত বাস রাস্তায় নামানোরও দাবি জানানো হয়।
 অন্যদিকে এই একতরফা, অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল এস-ইউ-সি-আই(সি) দলের পক্ষ থেকেও জেলাশাসক ও আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের সচিবকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
 আজ ঐ দলের কর্মী-সমর্থকরা সামাজিক দূরত্ব বজায় রেখে নোনাকুড়ি সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে।
দলের জেলা সম্পাদিকা অনুরূপা দাস বলেন, আগামী সোমবার রাজ্য সরকারের ঐ সিদ্ধান্তের প্রতিবাদে জেলাজুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে।

No comments