পূর্ব মেদিনীপুর জেলার মারিশদায় শনিবার ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। মৃত যুবকের নাম রবিন সামন্ত (৩০)।ঘটনাটি ঘটেছে মারিশদা থানার উত্তর পানিচিয়াড়ি গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,এদিন দুপুরে ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয…
পূর্ব মেদিনীপুর জেলার মারিশদায় শনিবার ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। মৃত যুবকের নাম রবিন সামন্ত (৩০)।ঘটনাটি ঘটেছে মারিশদা থানার উত্তর পানিচিয়াড়ি গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,এদিন দুপুরে ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে।তবে ঠিক কী কারণে খুন তা এখনও পর্যন্ত জানা যায়নি।এই ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
No comments