করোনা সংক্রমণ রোধ করার জন্য মানুষ আজ গৃহবন্দী।আর এই গৃহবন্দী দুঃস্থ পরিবারকে যাতে অনাহারে দিন কাটাতে না হয় তাই তাদের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী।পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহর আইএনটিটিইউসি উদ্যোগে এগরা পুরসভা এলাকায় ১৫০০…
করোনা সংক্রমণ রোধ করার জন্য মানুষ আজ গৃহবন্দী।আর এই গৃহবন্দী দুঃস্থ পরিবারকে যাতে অনাহারে দিন কাটাতে না হয় তাই তাদের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী।পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহর আইএনটিটিইউসি উদ্যোগে এগরা পুরসভা এলাকায় ১৫০০জন অসহায় মানুষের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় শনিবার।এদিনের কর্মসূচিতে ছিলেন বিধায়ক সমরেশ দাস,এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরী প্রমুখ।
No comments