দেশপ্রাণ ব্লক এর অন্তর্গত সারদা অঞ্চলের হিঞ্চি গ্রামে আকবর আলি খান এর সহযোগিতায় 400 টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেয়া হয়, উপস্থিত ছিলেন সারদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাব বিবি, সমাজসেবী স্বপন পন্ডা, প্রণয় পাল, সেক আজাদ,…
দেশপ্রাণ ব্লক এর অন্তর্গত সারদা অঞ্চলের হিঞ্চি গ্রামে আকবর আলি খান এর সহযোগিতায় 400 টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেয়া হয়, উপস্থিত ছিলেন সারদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাব বিবি, সমাজসেবী স্বপন পন্ডা, প্রণয় পাল, সেক আজাদ, সেক তোতন , ইনসান আলী খান, অন্যান্য ব্যক্তিবর্গরা, আজকে দু কেজি চাল ,দু কেজি আলু, 500 গ্রাম ডাল ,1 কেজি পেঁয়াজ ,মুড়ির প্যাকেট একটি, ডিম এবং শাকসবজি ফলের জুস এক বোতল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়, এতে গ্রামবাসীরা খুবই খুশি হয় এই লকডাউন এর সময় মানুষের ঘরে ঘরে আকবর আলি খান যে ত্রাণ পৌঁছে দিয়েছেন তাতে গ্রামবাসীরা আপ্লুত,
No comments