কঠিন এই অসহায় সময়ে দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন দিঘার কামিনী হাসপাতালে প্রাক্তন নার্স সন্ধ্যা প্রামানিক ও তার ইঞ্জিনিয়ার স্বামী সুকমল প্রামানিক। নিউ দিঘায় নিজেদের বশতবাড়ি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁপাবনি …
কঠিন এই অসহায় সময়ে দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন দিঘার কামিনী হাসপাতালে প্রাক্তন নার্স সন্ধ্যা প্রামানিক ও তার ইঞ্জিনিয়ার স্বামী সুকমল প্রামানিক। নিউ দিঘায় নিজেদের বশতবাড়ি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁপাবনি গ্রামের শতাধিক অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। প্রাক্তন এই নার্স সন্ধ্যা দেবী বলেন আমাদের স্থানীয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিলো । তবে বয়সের কারনে তাসম্পূর্ণ করে উঠতে পারছিলাম না।মেয়ে সঙ্গীতা ও জামাই রথীন্দ্র দাসের সহযোগিতায় আজ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা ভীষণ খুশি।
No comments