করোনা।।করোনা।।আর তারই মাঝে লক ডাউনে সারা পৃথিবী জেরবার।শুধু পৃথিবী নয় সারা দেশ সহ প্রতিটি রাজ্য লক ডাউন।সরকার থেকে এমপি,এম এল এরা থেকে ক্লাব সহ বহু স্বেচ্ছাসেবী সংস্থা বহু দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রীর ত্রাণ সামগ্রী দিচ্ছে।কিন্…
করোনা।।করোনা।।আর তারই মাঝে লক ডাউনে সারা পৃথিবী জেরবার।শুধু পৃথিবী নয় সারা দেশ সহ প্রতিটি রাজ্য লক ডাউন।সরকার থেকে এমপি,এম এল এরা থেকে ক্লাব সহ বহু স্বেচ্ছাসেবী সংস্থা বহু দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রীর ত্রাণ সামগ্রী দিচ্ছে।কিন্তু এই প্রানী জগতের মধ্য ও প্রাণীকুলের জীব ও করোনার লক ডাউনের শিকার।তারা ও দুবেলা ঠিক মতো খেতে পাচ্ছে না।আর এই রকম এক নজির দেখা গেল এগরা থানার মধ্য।তখন সকাল 9 টা।এগরা থানার এ এস আই সুধাংশু সামন্ত কিছু কলা নিয়ে থানায় ঢোকার মুখেই এক হনুমান অফিসার সামন্ত বাবুর কাছে হাজির হয়।সাথে সাথে সামন্ত বাবু কলা দেন হনুমানকে।আর দেখতে দেখতে হনুমানটি দলবল নিয়ে একে একে থানায় হাজির হয়।আর থানার অন্যান অফিসার সহ সিভিক ভলান্টিয়ার রা আরো কলা বিস্কুট দেয়া শুরু করে।একে একে হনুমানের দল হাত থেকে কলা, বিস্কুট খেতে শুরু করে।খাওয়ার পর তারা জল খেয়ে যে যার জায়গায় চলে যায়। সবটাই ধরা হয়ে থাকলো এগরা থানার সিসি টিভি ক্যামেরায়।
No comments