মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে তা ফেরত দিয়ে নজির গড়লেন এক শিক্ষক। সকালে রামনগর ২ ব্লকের কলাপুঞ্জা বাসিন্দা শিক্ষক শম্ভুচরন দাস রাস্তায় একটি দামী অ্যান্ড্রয়েড ফোন কুড়িয়ে পান ।রাস্তার ধারে পড়ে থাকা এই ফোনটি কিভাবে তার মালিকের পৌ…
মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে তা ফেরত দিয়ে নজির গড়লেন এক শিক্ষক। সকালে রামনগর ২ ব্লকের কলাপুঞ্জা বাসিন্দা শিক্ষক শম্ভুচরন দাস রাস্তায় একটি দামী অ্যান্ড্রয়েড ফোন কুড়িয়ে পান ।রাস্তার ধারে পড়ে থাকা এই ফোনটি কিভাবে তার মালিকের পৌঁছে দেবেন তা নিয়ে চিন্তায় ছিলেন তিনি ।পরে কুড়িয়ে পাওয়া এই মোবাইল ফোন স্থানীয় কলাপুঞ্জা নেতাজি সেবা সমিতিতে জমা দিয়ে দেন। সমিতির সদস্যরা মোবাইলের মালিকের খোঁজ করতে শুরু করে ।কলাপুঞ্জা নেতাজি সেবা সমিতির সম্পাদক অংশুমান করণ জানিয়েছেন এই ফোনটির মালিক রামনগর-২ ব্লকের দান্ডাভভেলবনীর বাসিন্দা কমল মাইতি ।তিনি পরে প্রমাণ দিয়ে সেবা সমিতির অফিস থেকে প্রায় ১৮-১৯ হাজার টাকা মুল্যের ফোনটি নিয়ে যান
No comments