নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ-২ পঞ্চায়েত অফিসে দীর্ঘদিন প্রধান আসছেন না বলে অভিযোগ।প্রধান না থাকার ফলে সমস্যায় পড়েছেন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। রেসিডেন্সিয়াল,ডেথ সার্টিফিকেট কিংবা কন্যাশ্রী বা যুবশ্রী প্রকল্পের জন্য প্রধানের দ্…
নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ-২ পঞ্চায়েত অফিসে দীর্ঘদিন প্রধান আসছেন না বলে অভিযোগ।প্রধান না থাকার ফলে সমস্যায় পড়েছেন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। রেসিডেন্সিয়াল,ডেথ সার্টিফিকেট কিংবা কন্যাশ্রী বা যুবশ্রী প্রকল্পের জন্য প্রধানের দ্বারস্থ হচ্ছেন বাসিন্দারা।কিন্তু মিলছে কোনো রকম সুবিধা, ফলে সমস্যায় পড়েছেন তারা।তাই এই সমস্ত পরিষেবা না পেয়ে বৃহস্পতিবার বাসিন্দারা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান।
No comments