নন্দীগ্রাম এদিন সকাল ৯টা নাগাদ নন্দীগ্রামের ভেটুরিয়া একটি সমবায় সমিতি দ্বারা পরিচালিত রেশন ডিলার হিমাংশু ভূঞ্যার বিরুদ্ধে অভিযোগ।
স্থানীয় বাসিন্দা ও রেশন গ্রাহক মুস্তাকিন খান এর অভিযোগ বেশ কিছুদিন হল তার মা মারা গিয়েছেন এবং …
নন্দীগ্রাম এদিন সকাল ৯টা নাগাদ নন্দীগ্রামের ভেটুরিয়া একটি সমবায় সমিতি দ্বারা পরিচালিত রেশন ডিলার হিমাংশু ভূঞ্যার বিরুদ্ধে অভিযোগ।
স্থানীয় বাসিন্দা ও রেশন গ্রাহক মুস্তাকিন খান এর অভিযোগ বেশ কিছুদিন হল তার মা মারা গিয়েছেন এবং ডেথ সার্টিফিকেট জমা করেছেন তা সত্তেও কম্পিউটারে শো করছে এবং রিলেশন তোলা হয়েছে এমনই অভিযোগ জানায় পুলিশের কাছে
এরকম বেশ কয়েকজন সমিতি দ্বারা পরিচালিত রেশন দোকানে এসে বিক্ষোভ দেখান সেই খবর চাউর হতে নন্দীগ্রাম থানার পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং লিখিত অভিযোগের জমা করতে বলা হয় নন্দীগ্রাম থানা এবং স্থানীয়দের দাবি আমাদের ওই মৃত ব্যক্তির চালের প্রয়োজন নেই ওই এলাকার দুস্থ মানুষদের দান করে দেয়া হোক ঘটনার তদন্তে নেমেছেন নন্দীগ্রাম থানা পুলিশ ।
এই নিয়েই রেশন ডিলার হিমাংশু ভূঞ্যার সঙ্গে যোগাযোগ করলে ফোনে পাওয়া যায়নি।
No comments