দিনে দিনে যেন করোনার 'আতুড় ঘর' হয়ে যাচ্ছে জেলার শিল্প শহর।বৃহস্পতিবার হলদিয়ায় নতুন করে পাঁচ জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে।দেশ জুড়ে একটানা লকডাউন চলছে।
ব…
দিনে দিনে যেন করোনার 'আতুড় ঘর' হয়ে যাচ্ছে জেলার শিল্প শহর।বৃহস্পতিবার হলদিয়ায় নতুন করে পাঁচ জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে।দেশ জুড়ে একটানা লকডাউন চলছে।
বর্তমান পরিস্থিতিতে কাজকর্ম হারিয়ে সবাই এখন ঘরবন্দি।অভাবের তাড়নায় মানুষ দিশেহারা ও হতাশ।প্রত্যেক দিন শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় হলদিয়া শহর জুড়ে বহু ক্লাব,স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।পর্যাপ্ত পরিমানে খাদ্য সামগ্ৰী বিতরণ করছে। হলদিয়া ব্লক এলাকায় দেভোগ অঞ্চলের অন্তগর্ত কিসমত শিবরাম নগর গ্ৰামের কল্যাণ সংঘ এন্ড পাঠাগার এর উদ্দোগে প্রায় একশো জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্ৰী তুলে দেওয়া হয়।চাল,ডাল,আলু,সোয়াবিন,বিস্কুট,সাবানের ও সবজী দেওয়া হয়।ক্লাব উদ্যোক্তাদের দাবী সামাজিক দূরত্ব মেনে এই এলাকার কিছু দুঃস্থ মানুষের হাতে ক্লাবের নিজশ্ব তহবিল থেকে অর্থ ব্যায় করে এই কর্মসূচী করা হয়।এবং এর পাশাপাশি করোনা মোকাবিলার জন্য সচেতনতা বার্তা দেওয়া হয় এলাকাবাসীর উদ্দেশ্যে।
No comments