Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ত্রাণ বা দান নয়, এটা আমাদের সামাজিক দায়িত্ব

হলদিয়া - উত্তর কালিনগর রবীন্দ্র স্মৃতি সংঘের আয়োজনে আজ গ্রামের মানুষদের হাতে তুলে দেওয়া হল রেশন সামগ্রী। আলু, পেঁয়াজ, সব্জির সাথে তুলে দেওয়া হল মুড়ি, ডাল, তেল, সোয়াবিন, গুঁড়ো মশলা, সাবান। মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজা…




হলদিয়া - উত্তর কালিনগর রবীন্দ্র স্মৃতি সংঘের আয়োজনে আজ গ্রামের মানুষদের হাতে তুলে দেওয়া হল রেশন সামগ্রী। আলু, পেঁয়াজ, সব্জির সাথে তুলে দেওয়া হল মুড়ি, ডাল, তেল, সোয়াবিন, গুঁড়ো মশলা, সাবান। মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে হাতে সেনিটাইজার দিয়ে তারপর সাধারন মানুষের হাতে তুলে দেওয়া হল রেশন সামগ্রী । উত্তর কালিনগর রবীন্দ্র স্মৃতি সংঘের সম্পাদক অরুণ কুমার মাইতি বলেন, লক ডাউনে গ্রামের অধিকাংশ মানুষ বাড়িতেই রয়েছে, খুব
কম সংখ্যক মানুষ এই সময় ডিউটি করছেন।
কিন্তু যারা কাজে যেতে পারছেন না তাদের জমানো পুঁজি তে এতগুলো দিন তারা চালিয়ে এসেছেন অনেক কষ্টে, তাই আমরা গ্রামের যুবকরা তাই আমাদের বাৎসরিক অনুষ্ঠান বাতিল করে সেই ফান্ড থেকে এই উদ্যোগ নিয়েছি।



 তিনি আরো জানান আগামী কিছু দিনের মধ্যে আবারও এই কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে তারা আয়োজন করবেন। গত শুক্রবার এই রবীন্দ্র স্মৃতি সংঘের আয়োজনে রক্তদান শিবির সংগঠিত করা হয়েছে এই গ্রামেই।

No comments