পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩নং ব্লকের অন্তর্গত। ভাঁইটগড় জীব সেবা শিব সেবার উপলক্ষে। করোনা মোকাবেলা আজ ভাঁইটগড় আমরা কজন দুঃস্ত উপায়হীন মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ৩০০জন মানুষের হাতে প্রদান করা হলো উপস্থিত ছিলেন কাঁথি …
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩নং ব্লকের অন্তর্গত। ভাঁইটগড় জীব সেবা শিব সেবার উপলক্ষে। করোনা মোকাবেলা আজ ভাঁইটগড় আমরা কজন দুঃস্ত উপায়হীন মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ৩০০জন মানুষের হাতে প্রদান করা হলো উপস্থিত ছিলেন কাঁথি ৩নং ব্লকের সহ-সভাপতি বিকাশ বেজ, কাঁথি মারিশদা থানার ওসি অমিত কুমার দেব, কাঁথি ৩নং ব্লকের কর্মদক্ষ শ্রীমতি মিতা সাউ, সমাজসেবী গৌরীশংকর মিশ্র,আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ।
পরিশেষে কাঁথি ৩নং ব্লকের সহ-সভাপতি বিকাশ বেজ জানান সবার কাছে অনুরোধ করছি সরকারি নির্দেশিকা মেনে চলুন বাড়িতে থাকুন সুস্থ থাকুন প্রতিবেশীর খেয়াল রাখুন সামহিক প্রয়োজনে একজন দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন
No comments