সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ ভাইরাস (নোবেল করোনা)।যার জেরে গোটা দেশে টানা লকডাউন চলছে। এবং অন্যান্য রাজ্য গুলির মতো এরাজ্যের বুকেও থাবা বসিয়েছে করোনা।যার জেরে সবাই এখন ঘরবন্দি এবং রীতিমতো আতঙ্কিত।
এই পরি…
সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ ভাইরাস (নোবেল করোনা)।যার জেরে গোটা দেশে টানা লকডাউন চলছে। এবং অন্যান্য রাজ্য গুলির মতো এরাজ্যের বুকেও থাবা বসিয়েছে করোনা।যার জেরে সবাই এখন ঘরবন্দি এবং রীতিমতো আতঙ্কিত।
এই পরিস্থিতিতে দ্ররিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বহু ক্লাব,স্বেচ্ছাসেবী সংগঠন।তারা দিন আনি দিন খাই অসহায় মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্ৰী তুলে দিচ্ছেন।কেউ আবার দুপুরে রান্না করে সাধারণ মানুষকে বসিয়ে পাত পেড়ে খাওয়াচ্ছেন।এই ছবি সমগ্ৰ জেলা জুড়েই ধরা পড়ছে।
আজ রবিবার ছুটির দিনে হলদিয়া চৈতন্যপুর যুগের যাত্রী ক্লাবের উদ্যোগে কয়েক হাজার মানুষের হাতে আহারাদি তুলে দেওয়া হল।ভাত,ডাল সহ বিভিন্ন রকমের তরকারি বিতরণ করেন ক্লাবের সদস্যরা।ক্লাবের সম্পাদক অশোক শেঠ বলেন বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের এই কর্মসূচী।
No comments