পরিযায়ী শ্রমিকেরা বাড়িতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন রাজ্য থেকে।ঠিক তেমনি বাংলার পরিযায়ী শ্রমিকেরাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি ফিরছেন।
তবে এই সমস্ত মানুষদের বাড়িফেরা যে কতটা কষ্টসাধ্য হয়েছে বা কি নিদারুন পরিস্থিতির শিকার তা ও…
পরিযায়ী শ্রমিকেরা বাড়িতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন রাজ্য থেকে।ঠিক তেমনি বাংলার পরিযায়ী শ্রমিকেরাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি ফিরছেন।
তবে এই সমস্ত মানুষদের বাড়িফেরা যে কতটা কষ্টসাধ্য হয়েছে বা কি নিদারুন পরিস্থিতির শিকার তা ওদের চোখেমুখেই স্পষ্ট।কেউ ফিরছে পায়ে হেঁটে, কেউ কেউ ট্রাকে চেপে, কেউবা কিছুটা পায়ে হেঁটে আবার কিছুটা বিভিন্ন গাড়ি চেপে ফিরছেন।আর খাওয়া দাওয়ার অবস্থা নেই বললেই চলে অনেকের।তবে হাজারো কষ্টের মাঝে বাড়ি ফেরার আনন্দটাই আলাদা।
তাই এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়াস নিলো অল ইন্ডিয়া মাইনোরিটি এ্যাসোসিয়েশন (AIMA)।বাড়ি ফেরত পরিযায়ী শ্রমিকদের অভুক্ত যাতে না থাকে,তাই রবিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়কের ওপর বাড়িফেরত পরিযায়ী শ্রমিকদের আহার ও জল হাতে তুলে দেওয়া হলো আইমার তরফ থেকে।
আইমার কোলাঘাট শাখার পক্ষ থেকে জানানো হয়েছে,এই প্রক্রিয়া বেশ কয়েকদিন ধরেই চলবে।মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই এই প্রয়াস।
No comments