পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চৈতন্যপুর নবতার ক্লাব ও সংহতি মেলা কমিটির যৌথ উদ্যোগে লকডাউনে গৃহবন্দী অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা হল রবিবার।জানা গিয়েছে,এদিন চৈতন্যপুর বাসস্ট্যান্ডে প্রায় ৫০০ মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ …
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চৈতন্যপুর নবতার ক্লাব ও সংহতি মেলা কমিটির যৌথ উদ্যোগে লকডাউনে গৃহবন্দী অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা হল রবিবার।জানা গিয়েছে,এদিন চৈতন্যপুর বাসস্ট্যান্ডে প্রায় ৫০০ মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এদিনের কর্মসূচিতে ছিলেন হলদিয়া পুরসভার পুর-পারিষদ আজগর আলি, জেলা পরিষদের সদস্য সোমনাথ ভূঞ্যা,সমাজসেবী সুকুমার সামন্ত প্রমুখ। ভিডিও দেখতে ক্লিক করুন।
https://youtu.be/sCKDe1lhLdU
No comments