মহামারি করোনা মোকাবিলায় কোমর বেঁধে যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত মিলিয়ে কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।কিন্তু এই মহামারি রোখা কোনো একটি সরকারের একার পক্ষে সম্ভব নয়।তাই সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নং ব্লকের করলদা বানী ন…
মহামারি করোনা মোকাবিলায় কোমর বেঁধে যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত মিলিয়ে কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।কিন্তু এই মহামারি রোখা কোনো একটি সরকারের একার পক্ষে সম্ভব নয়।তাই সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নং ব্লকের করলদা বানী নিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য হিসেবে ৩০ হাজা টাকা চেক তুলে দিলেন সমষ্টি আধিকারিক নেহাল আহমেদ হাতে। উপস্থিত ছিলেন কাঁথি ৩নংব্লকে সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজর, শিক্ষা কর্মাধ্যক্ষ মিতা রানি সাউর , প্রধান শিক্ষক শুভেন্দু বিকাশ গিরি,ও শিক্ষক শিক্ষিকা। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/kSWgrpNGlVk
No comments