পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাতে যেকোনো আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আম্ফান।এই প্রাকৃতিক দুর্যোগের কথা জানার পরেই পুর্ব মেদিনীপুর জেলা প্রশাসন উদ্যোগী হয় উপকূল ভাগের মানুষদের এবং মৎস্যজীবীদের সতর্ক করতে ।এবার সেই কাজে ঝাঁপ…
পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাতে যেকোনো আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আম্ফান।এই প্রাকৃতিক দুর্যোগের কথা জানার পরেই পুর্ব মেদিনীপুর জেলা প্রশাসন উদ্যোগী হয় উপকূল ভাগের মানুষদের এবং মৎস্যজীবীদের সতর্ক করতে ।এবার সেই কাজে ঝাঁপিয়ে পড়ল এনডিআরএফ । সোমবার সকালে ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ ফোর্সের
একটি দল পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাতে এসে পৌঁছায় ।দিঘা থানা ও দিঘা মোহনা থানার পুলিশদের নিয়ে এদিন রামনগর এক ব্লকের উপকূলীয় বিভিন্ন প্রান্তে সতর্কতামূলক প্রচার চালায় এই দল সতর্কতামূলক প্রচার চালায় এই দল । দিঘার থানার অন্তর্গত দত্তপুর,গদাধরপুর,নতুন দিঘা আবার দিঘা মোহনা থানার অন্তর্গত গঙ্গাধরপুর, পূর্ব মুকুন্দপুর ,ঘেরসাই প্রভৃতি এলাকায় গিয়ে দফায়-দফায় মাইকিং করে মানুষদের সতর্ক করে এই দল। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কি করা প্রয়োজন এবং কি করা প্রয়োজন নয় সেই বিষয় বাড়ি বাড়ি ঘুরে মানুষদের সচেতন করা হয় ।
বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে সমুদ্র তীরবর্তী এলাকার মানুষজন দের বিপদ থেকে রক্ষা করার জন্য প্রচুর পরিমান ত্রিপল আনা হয়েছে। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিসের সামনে মজুত রাখা হয়েছে এরপর জেলার উপকূলীয় বিভিন্ন জায়গায় পাঠানো হবে এগুলো। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এর একটি হেল্প লাইন নম্বর ও চালু করা হবে বলে খবর।
No comments