দেশজুড়ে চলছে লকডাউন।আর তার জেরে বাতাসে দূষণ কমে গিয়েছে।ফলে চার দশক পর ফুল ফুটেছে মেক্সিকোর বিরল প্রজাতির ঔষধি ক্যাকটাসের।ফলে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দুর্গাচক টাউন সংলগ্ন বাসুদেবপুরে এখন ভিড় জমছে। হাজরামোড় এলাকার বাসুদেবপ…
দেশজুড়ে চলছে লকডাউন।আর তার জেরে বাতাসে দূষণ কমে গিয়েছে।ফলে চার দশক পর ফুল ফুটেছে মেক্সিকোর বিরল প্রজাতির ঔষধি ক্যাকটাসের।ফলে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দুর্গাচক টাউন সংলগ্ন বাসুদেবপুরে এখন ভিড় জমছে। হাজরামোড় এলাকার বাসুদেবপুর মধ্যম পল্লিতে একটি দেড়শো বছরের প্রাচীন অশ্বত্থ গাছে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা ক্যাকটাসে শ’য়ে শ’য়ে ফুল ফোটায় বিস্মিত স্থানীয় বাসিন্দারা।
No comments