নিজস্ব প্রতিবেদনঃ করোনার প্রকপে চলছে লকডাউন। আজ ৫৪ দিন পড়লো দেশজুড়ে এই উদ্ভুত পরিস্থিতি।ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকেরা বহুকষ্টেই তাদের নিজেদের বাড়ি ফিরতে শুরু করেছে।তবে ফিরলেওতো স্বস্তি নেই।তাদের নিজের বাড়িতে আসার আগে করতে হচ্ছে …
নিজস্ব প্রতিবেদনঃ করোনার প্রকপে চলছে লকডাউন। আজ ৫৪ দিন পড়লো দেশজুড়ে এই উদ্ভুত পরিস্থিতি।ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকেরা বহুকষ্টেই তাদের নিজেদের বাড়ি ফিরতে শুরু করেছে।তবে ফিরলেওতো স্বস্তি নেই।তাদের নিজের বাড়িতে আসার আগে করতে হচ্ছে শারীরিক পরীক্ষা এবং ১৪ দিন আলাদাভাবে থাকা।এরকই পাঁশকুড়া ব্লকের মুড়াইল গ্রামে চার পরিযায়ী শ্রমিক ফিরলো গতকাল।তবে তারআগে মেছেদায় করা হলো প্রশাসনের তরফথেকে শারিরীক পরীক্ষা।তবে গ্রামে আসতেই তাদের বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলোনা।চার শ্রমিকদের পরিবারের কথা ভেবে এবং এলাকার মানুষদের স্বার্থে বিশেষ উদ্যোগ নিলো মুড়াইল গ্রামের পঞ্চায়েত সদস্য মুফলেশুর দত্ত।তিনি ঐ ৪ মধ্যপ্রদেশ থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ১৪ দিন নিরাপদে থাকার জন্য মুড়াইল শিশুশিক্ষা কেন্দ্রে থাকার ব্যবস্থা করলেন।এছাড়াও ব্যবস্থা করা হয় খাওয়ার ব্যবস্থাও।পঞ্চায়েত সদস্য মুফলেশুর বাবু এদিন স্কুলরুমে পাখা থেকে শুরু করে ফলমূল এবং ভাতের ব্যবস্থা করেন।তিনি আরো জানান,ভিন রাজ্য থেকে ফিরেছেন গ্রামের চার যুবক।ওদের শরীর পরীক্ষা করা হলেও বাড়িতে থাকলে খুব একটা নিরাপদ হবে না।তাই সবায়ের স্বার্থে ১৪ দিন নিরাপদে থাকার জন্যই এই ব্যবস্থা গ্রহন করেছি।
No comments