মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের মালগাড়ীর চাকায় কেটে মৃত্যু ও বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানার বিষাক্ত গ্যাস লিকে ১০জনের মৃত্যু ও ৫ জন অসুস্থ হয়।এই ঘটনার প্রতিবাদে সোমবার সুতাহাটা ব্লক অফিসে ডেপুটেশন দিল সুতাহাটা সিপিআ…
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের মালগাড়ীর চাকায় কেটে মৃত্যু ও বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানার বিষাক্ত গ্যাস লিকে ১০জনের মৃত্যু ও ৫ জন অসুস্থ হয়।এই ঘটনার প্রতিবাদে সোমবার সুতাহাটা ব্লক অফিসে ডেপুটেশন দিল সুতাহাটা সিপিআইএম এরিয়া কমিটি।এদিন প্রতিবাদ সহ বিনাব্যায়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা সহ শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবী সমূহের ভিত্তিতে এই প্রতীকী কর্মসূচি রূপান্তরিত হয়। উপস্থিত ছিলেন cpi-m পার্টি সদস্য স্বপন দাস হলদিয়ায় বিধায়ক তাপসী মন্ডল প্রমূখ
No comments