Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিযায়ী শ্রমিকদের!পশ্চিমবঙ্গ সরকার দ্রুত তাদের বাড়ি ফেরার ব্যবস্থা না করলে তারা আত্মহত্যার পথ বেছে নেবে

উড়িষ্যা থেকে পুর্ব মেদিনীপুরের চন্ডীপুরে বাড়ি ফেরানোর ব্যাবস্থার দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকী পরিযায়ী শ্রমিকদের
কাজ করতে গিয়ে প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা এবার তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য পশ্…




উড়িষ্যা থেকে পুর্ব মেদিনীপুরের চন্ডীপুরে বাড়ি ফেরানোর ব্যাবস্থার দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকী পরিযায়ী শ্রমিকদের
কাজ করতে গিয়ে প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা এবার তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের উপর প্রশাসনের উপর চাপ সৃষ্টি করলো ।
উড়িষ্যার চন্দনেশ্বরের আটকে পড়া  এই ২৩ জন শ্রমিক হুমকি  দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার দ্রুত তাদের বাড়ি ফেরার ব্যবস্থা না করলে তারা আত্মহত্যার পথ বেছে নেবে !
জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর থেকে ২৩ জন শ্রমিক উড়িষ্যার সুন্দরগড়ে  কাজ করতে গিয়েছিল। করোনা সংক্রমনের জেরে হঠাৎ করে লকডাউন শুরু হওয়ায় তারা সেখানে আটকে পড়েন।উড়িষ্যা সরকার এই পরিযায়ী শ্রমিকদের চন্দনেশ্বর মহাবিদ্যালয় ১৪ দিন কোয়ারান্টিনে থাকার ব্যবস্থা করে। তারপর কেটে গেছে আরো ২২ টা দিন ।https://youtu.be/ys3jEIrsuoM
গত ৩৬ দিন ধরে এই কোয়ারান্টিন সেন্টারে  আছেন এই ২৩ জন শ্রমিক ।তারা জানিয়েছেন বাড়ি ফেরার জন্য তারা উড়িষ্যার স্থানীয় প্রশাসনের উপর তারা বারবার চাপ দিলেও কোন কাজ হচ্ছে না। চন্দনেশ্বর আটকে থাকা এক শ্রমিক সুব্রত গায়েন জানিয়েছেন উড়িষ্যা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে তাদের সাথে যোগাযোগ করা না হলে তাদের এই সেন্টার থেকে ছাড়া সম্ভব নয়। এর ফলে বিপত্তি বেধেছে এর ফলে বিপত্তি বেধেছে। সুব্রত বাবুর আরও দাবি তারপর এ রাজ্যের প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ।তাদের দাবি পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে তাদের ফেরানোর ব্যবস্থা করুক ।প্রয়োজনে এই রাজ্যেও তারা ১৪ দিন কোয়ারেন্টাইন এ থাকতে রাজি আছেন। এরপরেও যদি পরিস্থিতির বদল না হয়, তাদের ফেরানোর ব্যবস্থা করা না হলে উড়িষ্যার এই কোয়ারেন্টাইন সেন্টারে তারা আত্মহত্যার পথ বেছে নেবে!
 এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সভাধিপতি দেবব্রত দাস জানিয়েছেন ঘটনাটা তার নজরে এসেছে তিনি চেষ্টা করছেন যাতে দ্রুত এই লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায় ।

No comments