পশ্চিম মেদিনীপুরের দাসপুরের তিন করোনা আক্রান্তরা ইতিমধ্যেই সুস্থ্য হয়ে রয়েছেন বাড়িতেই, এবার খড়্গপুরের ৬ করোনা আক্রান্ত আরপিএফও সুস্থ্য হয়ে বড়োমা হাসপাতাল থেকে রবিবার ফিরলেন আশ্রয়ে, এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের মোট ১১ করোনা…
পশ্চিম মেদিনীপুরের দাসপুরের তিন করোনা আক্রান্তরা ইতিমধ্যেই সুস্থ্য হয়ে রয়েছেন বাড়িতেই, এবার খড়্গপুরের ৬ করোনা আক্রান্ত আরপিএফও সুস্থ্য হয়ে বড়োমা হাসপাতাল থেকে রবিবার ফিরলেন আশ্রয়ে, এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের মোট ১১ করোনা আক্রান্তের ৯ জন সুস্থ্য হয়ে গেলেন, বাকি থাকা ঘাটালের এম্বুলেন্স চালকও সুস্থ্যতার পথে৷ শনিবার পরীক্ষায় তারও নেগেটিভ এসেছে স্বাস্থ্যদফতর জানিয়েছে, পরের পরীক্ষাতে নেগেটিভ এলে তিনিও বাড়ি ফিরছেন শীঘ্রই ৷ বাকি থাকছেন আর একজন আরপিএফ মাত্র৷
No comments