বিশ্বমহামারী করোনা প্রভাবে যে রক্তের সংকট দেখা দিয়েছে,সেসই সংকটে রাজ্যের পাশে দাঁড়াতে একটি মহৎ সামাজিক পদক্ষেপ হিসেবে,
শহীদ মাতঙ্গিনী ব্লক তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ সকাল ৯টায় স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজন করা হয়…
বিশ্বমহামারী করোনা প্রভাবে যে রক্তের সংকট দেখা দিয়েছে,সেসই সংকটে রাজ্যের পাশে দাঁড়াতে একটি মহৎ সামাজিক পদক্ষেপ হিসেবে,
শহীদ মাতঙ্গিনী ব্লক তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ সকাল ৯টায় স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজন করা হয়েছিল শান্তিপুর 2 নম্বর অঞ্চলের অন্তর্গত রামচন্দ্রপুর হাই স্কুলে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা মাননীয়া তনুশ্রী জানা মহাশয়া,উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার মাননীয় উত্তম সাহু মহাশয়,উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লক এর স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মাননীয় রাজেশ হাজরা মহাশয়,শহীদ মাতঙ্গিনী ব্লক কৃষি কর্মাধ্যক্ষ গৌড় মাজি মহাশয়,এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর 1 নম্বর অঞ্চলের প্রধান ও বিশিষ্ট সমাজ সেবক সেলিম আলী মহাশয়,ধলহরা অঞ্চলের প্রধান মাননীয় আতিয়ার রহমান মহাশয়,রঘুনাথপুর 2নম্বর অঞ্চলের প্রধান শিলাদিত্য আদক মহাশয়,রঘুনাথপুর 1 নম্বর অঞ্চলের প্রধান মাননীয়া মমতা গুড়িয়া সাহু মহাশয়া,খারুই 2 নম্বর অঞ্চলের উপপ্রধান দিনেশ কর মহাশয়,শান্তিপুর দু নম্বর অঞ্চলের উপপ্রধান মাননীয় সন্তোষ ঘোড়া মহাশয়,কাখরদা অঞ্চলের প্রধান মাননীয়া মিনতি পট্টনায়েক মহাশয়া,এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্ব বর্গ,এবং রক্তদান শিবিরের আয়োজন করেন ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমগ্র নেতৃত্ববৃন্দ,তৎসহ ব্লকের দুই যুবনেতা দেবজিৎ প্রামানিক ও ঋত্বিক আদক এবং এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথ পন্ডিত,আসিফ আলি,সৌম্য দাস,অচিন্ত্য দোলুই,অলকেশ সামন্ত,সাহেব জানা,বিশ্বজিৎ ঘোড়া,নীলকান্ত সামন্ত,তপন দাস,মুজিবর রহমান,রাজনারায়ণ মান্না,তীর্থঙ্কর বর্মন,আনন্দ সামন্ত,শেখ বাপি,সহ আরো অনেকে।https://youtu.be/cHzGBq9j2xQ
No comments