কোভিড ১৯ প্রকোপের জন্য মানুষের স্বাভাবিক জীবনে নেমে এসেছে এক অনিশ্চিয়তার ছাপ। গৃৃহবন্দি থাকতে থাকতে মানুষের মধ্যে একঘেয়েমি এসে গিয়েছে। লক ডাউনের নিয়ম কানুন মেনে চলার উচ্ছে থাকলেও বাস্তবে তা করা সম্ভব হচ্ছে না। স্বাধীন ভারতে এ…
কোভিড ১৯ প্রকোপের জন্য মানুষের স্বাভাবিক জীবনে নেমে এসেছে এক অনিশ্চিয়তার ছাপ। গৃৃহবন্দি থাকতে থাকতে মানুষের মধ্যে একঘেয়েমি এসে গিয়েছে। লক ডাউনের নিয়ম কানুন মেনে চলার উচ্ছে থাকলেও বাস্তবে তা করা সম্ভব হচ্ছে না। স্বাধীন ভারতে এমন পরিস্থিতির শিকার বোধ হয় এই প্রথম।
এই অবস্থায় গ্রাম ও শহরের সর্ব স্তরের মানুষ কোভিড ১৯ দ্বারা প্রভাবিত। যাদের ঘরে খাদ্য সামগ্রী মজুত থাকে না এবং অর্থের সঞ্চয় নেই সেই সকল পরিবার এই লক ডাউনে সবথেকে বেশি কষ্টের মধ্যে রয়েছে। এছাড়া গ্রামের চাষীরা লক ডাউনের কারনে তাদের উৎপাদিত সামগ্রী সঠিক মূল্যে বিক্রিও করতে পারছে না।
কাজলা জনকল্যাণ সমিতি জাতীয় স্তরের খ্যাতসম্পন্ন বেসরকারী সংস্থা "গুঞ্জ" এর সহযোগিতায় আজ পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ও কাঁথি ৩নং ব্লকের সাতটি গ্রামের ১১৫টি গরীব পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১.৫কেজি ডাল, এক কেজি মুড়ি, এক কেজি লবণ, ২কেজি কুমড়া, ১ কেজি পটল, ১০০ গ্রাম বড়ি, ১ লিটার সরিষা তেল, বিস্কুট, ঢেঁরস্, আলু, হলুদ, পিঁয়াজ, রাঙালু ইত্যাদি ১৪ ধরনের উপকরণ ছিল।
১৪টি টেবিলে আলাদা আলাদা উপকরণ সাজানো ছিল উপভোক্তা গণ প্রত্যেক টেবিল থেকে নির্দিষ্ট পরিমাণ সামগ্রী নিজেরা গ্রহণ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে অভিনব পদ্ধতিতে ত্রাণ সামগ্রী বিতরণ করল কাজলা জনকল্যাণ সমিতি। সমগ্র বিতরণ প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন সমিতির কর্নধার স্বপন পন্ডা ও সমিতির কর্মিবন্ধুগণ।
No comments