Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিমুলিয়া দেশপ্রিয় ক্লাব প্রায় ৩০০ জনকে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করার  জন্য লকডাউনের কারনে গ্রামীণ জীবন জীবিকা ব্যহত হওয়া সেইসব দুঃস্থ মানুষের পাসে সিমুলিয়া দেশপ্রিয় ক্লাব প্রায় ৩০০ জনকে খাদ্যসামগ্রী বিলি করেছে , তাহাতে চাল,ডাল , তেল, আলু, মুড়ি , বিস্কুট , সয়াবিব…





 করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করার  জন্য লকডাউনের কারনে গ্রামীণ জীবন জীবিকা ব্যহত হওয়া সেইসব দুঃস্থ মানুষের পাসে সিমুলিয়া দেশপ্রিয় ক্লাব প্রায় ৩০০ জনকে খাদ্যসামগ্রী বিলি করেছে , তাহাতে চাল,ডাল , তেল, আলু, মুড়ি , বিস্কুট , সয়াবিব, সাবান ও মাস্ক ইত্যদি ক্লাবের সদস্যগন তুলে দিলেন, সামাজিক দুরত্য , হ্যান্ড স্যনিটাযার করে বিধি মেনে বিতরন করমসুচী হয়। উপস্থিত ছিলেন তমলুক ব্লক এর অধীন  সিমুলিয়া। জয়কৃষ্ণপুর, কালিকাপুর,হিজলবেরিয়া,চাতারাদাঁড়ী, জলিগবিন্দপুর, যোগীখোপ, কাকগেছিয়া, খড়িডাঙ্গর ও পদুমপুর এর মানুষজন , গ্রামীণ পুলিসগন,সাংবাদিকগন, ক্লা বের সভাপতি শুভাশিস হাইত, সম্পাদক গৌতম সামান্ত , অজিত হাইত সহ সকল সদস্য ও গুনিজন। এই এলাকার মানুস মুলত পান চাষি , ট্রেন, পানআড়ত  বন্ধ থাকায় দুর্বিষহ পরিস্থিতির সিকার হয়েছেন।

No comments