করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করার জন্য লকডাউনের কারনে গ্রামীণ জীবন জীবিকা ব্যহত হওয়া সেইসব দুঃস্থ মানুষের পাসে সিমুলিয়া দেশপ্রিয় ক্লাব প্রায় ৩০০ জনকে খাদ্যসামগ্রী বিলি করেছে , তাহাতে চাল,ডাল , তেল, আলু, মুড়ি , বিস্কুট , সয়াবিব…
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করার জন্য লকডাউনের কারনে গ্রামীণ জীবন জীবিকা ব্যহত হওয়া সেইসব দুঃস্থ মানুষের পাসে সিমুলিয়া দেশপ্রিয় ক্লাব প্রায় ৩০০ জনকে খাদ্যসামগ্রী বিলি করেছে , তাহাতে চাল,ডাল , তেল, আলু, মুড়ি , বিস্কুট , সয়াবিব, সাবান ও মাস্ক ইত্যদি ক্লাবের সদস্যগন তুলে দিলেন, সামাজিক দুরত্য , হ্যান্ড স্যনিটাযার করে বিধি মেনে বিতরন করমসুচী হয়। উপস্থিত ছিলেন তমলুক ব্লক এর অধীন সিমুলিয়া। জয়কৃষ্ণপুর, কালিকাপুর,হিজলবেরিয়া,চাতারাদাঁড়ী, জলিগবিন্দপুর, যোগীখোপ, কাকগেছিয়া, খড়িডাঙ্গর ও পদুমপুর এর মানুষজন , গ্রামীণ পুলিসগন,সাংবাদিকগন, ক্লা বের সভাপতি শুভাশিস হাইত, সম্পাদক গৌতম সামান্ত , অজিত হাইত সহ সকল সদস্য ও গুনিজন। এই এলাকার মানুস মুলত পান চাষি , ট্রেন, পানআড়ত বন্ধ থাকায় দুর্বিষহ পরিস্থিতির সিকার হয়েছেন।
No comments