শতাব্দীর প্রাচীন শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(A.B.T.A) এর শতবর্ষ স্মরণে করোনা ভাইরাসের প্রকোপে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দুঃস্থ ও অসহায় মানুষকে ত্রাণ বিতরনে সামিল হলেন সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা।হলদিয়া মহকুমার …
শতাব্দীর প্রাচীন শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(A.B.T.A) এর শতবর্ষ স্মরণে করোনা ভাইরাসের প্রকোপে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দুঃস্থ ও অসহায় মানুষকে ত্রাণ বিতরনে সামিল হলেন সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা।হলদিয়া মহকুমার নন্দীগ্ৰাম 2 হলদিয়া ব্লক,মহিষাদল ব্লক ও হলদিয়া পৌর এলাকার আঞ্চলিক শাখা প্রায় সাতশো জন মানুষের হাতে খাদ্য সামগ্ৰী চাল,ডাল,আলু,তেল,সোয়াবিন,বিস্কুট এবং সাবান দেওয়া হয়।ওই সংগঠনের উদ্যোক্তারা জানান সামাজিক দূরত্ব মেনে দু্ঃস্থ ও অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্ৰী তুলে দেওয়ার পাশাপাশি করোনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সতেচনতা বার্তা প্রদান করেছি।এবং আগামী দিনেও পাশে থাকবো বলে আশ্বাস দিচ্ছি।
No comments