কয়েক দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হল এক বিজেপি কর্মীর..মৃত কর্মীর নাম দুলাল মাইতি (38)...বাড়ি কাঁথি বিধানসভার নয়াপুর অঞ্চলের হামিরপুর গ্রামে। বিজেপি সূত্রে জানা গিয়েছে গত দুই দিন ধরে নিখোঁজ ছিল ওই কর্মী। https:/…
কয়েক দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হল এক বিজেপি কর্মীর..মৃত কর্মীর নাম দুলাল মাইতি (38)...বাড়ি কাঁথি বিধানসভার নয়াপুর অঞ্চলের হামিরপুর গ্রামে। বিজেপি সূত্রে জানা গিয়েছে গত দুই দিন ধরে নিখোঁজ ছিল ওই কর্মী। https://youtu.be/_95kMIyPAPg
আজসকালে গ্রামের একটি পুকুরে দেহ ভাসতে দেখেন গ্রামবাসী রা..জুনপুট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের তরফ থেকে এখন ও কোনো অভিযোগ দায়ের হয়নি।
No comments