Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অক্ষম কর্মহীন প্রৌঢ় প্রৌঢ়াগণকে অত্যাবশকীয় খাদ্যসামগ্রী প্রদান

পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের মুরাদপুর গ্রামে *লক্ষ্মী-নারায়ণ সংঘ* একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বর্তমান অসুস্থ পৃথিবীতে লকডাউনের কারণে এ বছর তাদের ৪৮তম সর্বজনীন লক্ষ্মী-নারায়ণ উৎসব বন্ধ থেকে গ্রামেরই ১৫০ জন উপার্জন অক্ষম প্…


পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের মুরাদপুর গ্রামে *লক্ষ্মী-নারায়ণ সংঘ* একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বর্তমান অসুস্থ পৃথিবীতে লকডাউনের কারণে এ বছর তাদের ৪৮তম সর্বজনীন লক্ষ্মী-নারায়ণ উৎসব বন্ধ থেকে গ্রামেরই ১৫০ জন উপার্জন অক্ষম প্রৌঢ়-প্রৌঢ়াগণের হাতে কিছু অত্যাবশকীয় খাদ্যসামগ্রী প্রদান করেন। তাদের বাড়ি বাড়ি গিয়ে সংস্থার স্বেচ্ছাসেবীরা এইগুলি পৌঁছে দেন।
সংস্থার কর্মকর্তা ও সদস্য-সদস্যাগণ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজন - মাননীয় প্রদীপকুমার জানা, হিমাদ্রিনন্দন ভূঞ্যা, অরুণাংশু প্রধান প্রমুখ।অক্ষম কর্মহীন প্রৌঢ় প্রৌঢ়াগণকে অত্যাবশকীয় খাদ্যসামগ্রী প্রদান।
https://youtu.be/XFjuMZ-0lK0
পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের মুরাদপুর গ্রামে *লক্ষ্মী-নারায়ণ সংঘ* একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বর্তমান অসুস্থ পৃথিবীতে লকডাউনের কারণে এ বছর তাদের ৪৮তম সর্বজনীন লক্ষ্মী-নারায়ণ উৎসব বন্ধ থেকে গ্রামেরই ১৫০ জন উপার্জন অক্ষম প্রৌঢ়-প্রৌঢ়াগণের হাতে কিছু অত্যাবশকীয় খাদ্যসামগ্রী প্রদান করেন। তাদের বাড়ি বাড়ি গিয়ে সংস্থার স্বেচ্ছাসেবীরা এইগুলি পৌঁছে দেন।
সংস্থার কর্মকর্তা ও সদস্য-সদস্যাগণ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজন - মাননীয় প্রদীপকুমার জানা, হিমাদ্রিনন্দন ভূঞ্যা, অরুণাংশু প্রধান প্রমুখ।
সংস্থার সম্পাদক শ্রীগোপাল জানা বলেন - "আমাদের ৪৮তম উৎসব ঘিরে অনেক প্রত্যাশা ও প্রস্তুতি ছিল। কিন্তু এই পরিস্থিতিতে সেই অনুষ্ঠান বন্ধ রেখে সেই অর্থে ও আরো কিছু সাহায্য জোগাড় করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা ধন্য। সংস্থার সদস্যদের এ বিষয়ে আন্তরিক নিষ্ঠা ও পরিশ্রম অভাবনীয়। এই প্রচেষ্টা আগামীদিনেও অব্যাহত থাকবে।"
সংস্থার সম্পাদক শ্রীগোপাল জানা বলেন - "আমাদের ৪৮তম উৎসব ঘিরে অনেক প্রত্যাশা ও প্রস্তুতি ছিল। কিন্তু এই পরিস্থিতিতে সেই অনুষ্ঠান বন্ধ রেখে সেই অর্থে ও আরো কিছু সাহায্য জোগাড় করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা ধন্য। সংস্থার সদস্যদের এ বিষয়ে আন্তরিক নিষ্ঠা ও পরিশ্রম অভাবনীয়। এই প্রচেষ্টা আগামীদিনেও অব্যাহত থাকবে।"

No comments