পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সতীশচন্দ্র সামন্ত চ্যারিটেবিল ট্রাস্টের উদ্যোগে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু হল সোমবার।এদিন সুতাহাটা পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতি অফিস, গ্ৰামীণস্বাস্থ্য কেন্দ্রে,ব্লক স্বাস্থ্য কেন্দ্র সহ একাধ…
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সতীশচন্দ্র সামন্ত চ্যারিটেবিল ট্রাস্টের উদ্যোগে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু হল সোমবার।এদিন সুতাহাটা পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতি অফিস, গ্ৰামীণস্বাস্থ্য কেন্দ্রে,ব্লক স্বাস্থ্য কেন্দ্র সহ একাধিক জায়গায় জীবাণুনাশক করা হয়। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/IifEreB6gMo
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস মাইতি সুতাহাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক লক্ষীকান্ত প্রামানিক প্রমূখ।
No comments